Syllabus of 3rd Year English Department
For New 3rd Year (Contact me)
#attention_3rd_year
————————–
Dear 3rd Year, এই ইয়ারে তোমাদের মোট ৮ টা সাবজেক্ট আছে। 👇 কোন বাংলা সাবজেক্টের প্যারা নেই, রিডিং-রাইটিং নামেরও কোন কিছু নেই। এখানে পিওর সাহিত্য, ক্রিটিসিজম, আর ভাষাবিজ্ঞান বা লিঙ্গুইস্টিক আছে।
- Elizabethan and Jacobean Drama
- 16th & 17th Century Poetry
- 17th & 18th Century Non-Fictional Prose
- Restoration and Eighteenth-Century Fiction
- Restoration and Eighteenth-Century Poetry and Drama
- Victorian Poetry
- Introduction to Literary Criticism
- Introduction to Linguistic
এই আটটা বিষয়ে আবার কয়েকজন রাইটারের বই আছে। 👇
👉 Elizabethan and Jacobean Drama তে পাঁচ জন লেখকের পাঁচটা নাটক আছে।
- Doctor Faustus (C. Marlowe) / (Tragedy)
- Macbeth (Shakespeare) / (Tragedy)
- The Merchant of Venice (Shakespeare) / (Comedy)
- Volpone (Ben Jonson) / (Comedy/Beast Fable)
- The Duchess of Malfi (John Webster) / (Tragedy)
বিঃ দ্রঃ এই পার্ট- এ ভাল করতে হিস্টরি অফ ইংলিশ লিট্রেচার থেকে এলিযাবেথান এজ এর বৈশিষ্ট্য গুলো ভাল করে মনে রাখতে হবে।
👉 16th & 17th Century Poetry, এই বিষয়ে পাঁচজন কবির কবিতা আছে।
- The Faerie Queene, Book 1 Canto-1(Edmund Spenser) / (Epic Poem)
- The Sun Rising, A Valediction: Forbidding Mourning, The Canonization, Batter My Heart, Death be not Proud (John Donne) / (Love poem)
- To His Coy Mistress, The Definition of Love (Andrew Marvell) / (Love poem)
- Easter Wings, The Collar (George Herbert) / (Religious poem)
- Paradise Lost, Book-1 (John Milton) / (Epic Poem)
বিঃ দ্রঃ এই পার্ট- এ ভাল করতে হিস্টরি অফ ইংলিশ লিট্রেচার থেকে এলিযাবেথান এজ, রেনেসাঁ এজ, মেটাফিজিক্যাল পয়েট্রি, অ্যালিগরি, এপিক, মিল্টন ও স্পেন্সার এর বৈশিষ্ট্য ও ফিলসফি গুলো ভাল করে মনে রাখতে হবে।
👉 17th and 18th Century Non-Fictional Prose, এই বিষয়ে চারজন লেখকের প্রোজ আছে।
- Of Marriage and Single Life, Of Truth, Of Plantation, Of Great Place, Of Revenge, Of Love (F. Bacon) / (Essay)
- The Spectator’s Account of Himself, Of the Club, Sir Roger at Church, His Account of His Disappointment in Love, Death of Sir Roger (Addison and Steele) / (Essay)
- Life of Cowley (Samuel Johnson) / (Essay)
- Speech on East India Bill (Edmund Burke) / (Essay)
বিঃ দ্রঃ এই পার্ট- এ ভাল করতে রাইটারদের ফিলসফি ও প্রজ স্টাইল এর বৈশিষ্ট্য গুলো ভাল করে মনে রাখতে হবে।
👉 Restoration and Eighteenth-Century Fiction, এই বিষয়ে চারজন লেখকের বই আছে।
- Oroonoko (Aphra Ben) / (Story/Fiction)
- Robinson Crusoe (Daniel Defoe) / (Story/Fiction)
- Tom Jones (Henry Fielding) / (Story/Fiction)
- Gulliver’s Travels (Jonathan Swift) / (Story/Fiction)
বিঃ দ্রঃ এই পার্ট- এ ভাল করতে হিস্টরি অফ ইংলিশ লিট্রেচার থেকে রেস্টরেশান এজ, স্ল্যাভারি বা দাস প্রথা, কলনিয়ালিজম, ইম্পেরিয়ালিজম, অ্যালিগরি এর বৈশিষ্ট্য গুলো ভাল করে মনে রাখতে হবে।
👉 Restoration and Eighteenth Century Poetry and Drama, এই বিষয়ে চারজন লেখকের বই আছে।
- Absalom and Achitophel (John Dryden) / (Poem)
- The Way of the World (William Congreve) / (Play/Drama)
- The Rape of the Lock (Alexander Pope) / (Poem)
- She Stoops to Conquer (Oliver Gold Smith) / (Play/Drama)
বিঃ দ্রঃ এই পার্ট- এ ভাল করতে হিস্টরি অফ ইংলিশ লিট্রেচার থেকে রেস্টরেশান এজ, কমেডি অফ ম্যানার, ও রাইটারদের ফিলসফি ও বৈশিষ্ট্য গুলো ভাল করে মনে রাখতে হবে।
👉 Victorian Poetry, এই বিষয়ে চারজন কবির কবিতা আছে।
- Locksley Hall, Oenone, The Lotos Eaters, Tithonus (Tennyson) / (Poem)
- The Last Ride Together, Andrea del Sarto, Fra Lippo Lippi, My Last Duchess (R. Browning) / (Poem)
- Thyrsis, Dover Beach, The Scholar Gypsy (M. Arnold) / (Poem)
- The Windhover, Felix Randal, Spring and Fall: to a young child, Pied Beauty (G. Manly Hopkins) / (Poem)
বিঃ দ্রঃ এই পার্ট- এ ভাল করতে হিস্টরি অফ ইংলিশ লিট্রেচার থেকে ভিক্টরিয়ান এজ, কিছু লিটারেরি টার্ম ও রাইটারদের ফিলসফি ও বৈশিষ্ট্য গুলো ভাল করে মনে রাখতে হবে।
👉 Introduction to Literary Criticism, এইটায় পাঁচজন লেখকের বই আছে।
- Poetics (Aristotle) / (Essay/Criticism)
- An Apology for Poetry (Sydney) / (Essay/Criticism)
- Preface to Lyrical Ballads (W. Wordsworth) / (Essay/Criticism)
- Preface to Shakespeare (Dr. S. Johnson) / (Essay/Criticism)
- Biographia Literaria (ST Coleridge) / (Essay/Criticism)
বিঃ দ্রঃ এই পার্ট- এ ভাল করতে রাইটারদের ফিলসফি ও বৈশিষ্ট্য গুলো ভাল করে মনে রাখতে হবে।
👉 Introduction to Linguistics, (ভাষাবিজ্ঞান) (বাংলা ব্যকরনের হায়াৎ মাহমুদের বই পড়েছ না, ঠিক ওই রকমের ম্যাটারিয়াল এই পার্টে আছে)
- Language
- Concepts of Linguistics
- Phonetics and Phonology
- Morphology
- Syntax
- Semantics
- Pragmatics
- Discourse Analysis
- Psycholinguistics
- Sociolinguistics
বিঃ দ্রঃ এই পার্ট- এ ভাল করতে অনেক পড়তে হবে, বাংলা ব্যাকরনের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে ও বিভিন্ন টপিকের কোর বৈশিষ্ট্য ও শব্দের অর্থ গুলো ভাল করে মনে রাখতে হবে।
এই ইয়ারে তোমাদের হাতে সময় খুবই কম। সেকেন্ড ইয়ারের মত এত সময় পাবে না। আগামি মার্চ- এপ্রিল, ২০২৫ সালে এক্সাম হবে। মানে ১২/১৩ মাস সময় পাবে। সুতরাং, সময় নষ্ট না করে এখন থেকেই মনযোগী হও।
ধন্যবাদ।
*******************************************************
💥New 3rd year – Paid Online Private Batch
Session: 2020-21 । ২৪ শে জানুয়ারি, ২০২৪ থেকে লাইভ ক্লাস শুরু হবে।
নিচের নাম্বার দুটির যেকোনো ১ টাতে 310 tk send money (eta first month er Fee) করে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে জানাও, আমি ফেসবুক প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিবো.
Monthly Fee: 310/-
01726757908 Nagad/bKash personal (Al Mamun) অথবা
01715830783 Nagad/bKash personal (Shohan)
-Al Mamun, CSP
******************************************************************
- @ জুমে লাইভ ক্লাস হয়।
- @ সপ্তাহে ৩ দিন ১ ঘণ্টা করে পড়ান হয়।
- @ শনি-সোম-বুধ, রাত 7.30-8.30 টা
- @ ক্লাস মিস করলেও সমস্যা নেই, ক্লাস রেকর্ড করে প্রাইভেট গ্রুপে শেয়ার করা হয়।
- @ আগের হয়ে যাওয়া বা মিস করা সব ক্লাস গ্রুপেই পাবে।
- @ হ্যান্ড নোট্স, লেকচার শিট, সাজেশান সবই দেয়া হয়।
- @ পেইড জুম সফটওয়্যার, তাই নিরবচ্ছিন ১ ঘণ্টা ক্লাস হয়
- @ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আছে, সো বিদ্যুৎ যাওয়ার বা রেকর্ড ক্লাস হারিয়ে যাওয়ার ভয় নেই।